May 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 30th, 2024, 5:15 pm

নোয়াখালীতে রহস্যজনক অগ্নিকাণ্ডে ঘরের ভেতর পুড়ে মরল প্রতিবন্ধী তরুণী

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন এক প্রতিবন্ধী তরুণী। তাঁর নাম স্মৃতি আক্তার (১৮)। তিনি শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে ওই ঘটনা ঘটে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করতে পারেননি স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে বেগমগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারাও।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তাহের বলেন, তাঁর পাশের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আজ ভোর সাড়ে চারটার দিকে বাড়ির পাশের মসজিদের খাদেম নামাজ পড়তে উঠে দেখেন একটি ঘরে আগুন জ্বলছে। তখন তিনি চিৎকার দিলে আশপাশের মানুষজন ছুটে আসেন। ততক্ষণে ঘরটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে থাকা প্রতিবন্ধী তরুণী স্মৃতি আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

ইউপি সদস্য আবু তাহের জানান, নিহত স্মৃতি ওই ঘরে একা থাকতেন। তাঁর মা মারা যান কয়েক বছর আগে। তাঁর বাবা মো. কামাল হোসেন প্রবাসী। একই বাড়িতে পাশের আরেকটি ঘরে থাকতেন স্মৃতির সৎমা আফরোজা বেগম। তিনিও আগুন দেখে ঘরের বাইরে বেরিয়ে আসেন। তবে ঘরটিতে কীভাবে আগুন লাগল, নাকি কেউ আগুন লাগিয়ে দিয়েছে, সেটি তাঁরা বুঝে উঠতে পারছেন না বলে আবু তাহের উল্লেখ করেন। তিনি জানান, পুলিশ ও প্রশাসনের লোক তদন্ত করে নিশ্চয় কারণ খুঁজে বের করতে পারবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর বিষয়টি জানাজানি হলে আজ সকালে বেগমগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এরপর পিবিআই এবং সিএআইডির আরও দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বেগমগঞ্জের চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কেউ ঘটনাটি জানত না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বসতঘরে লাগা আগুনে প্রতিবন্ধী এক তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে তিনি বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে নিজেও সেখানে যান। এ ছাড়া পুরো ঘটনার কারণ অনুসন্ধানে তাঁর অনুরোধে পিবিআই ও সিআইডির আরও দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় স্বজনদের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।