November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 6th, 2024, 8:56 pm

জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

সিলেট সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে কদমখাল নামক স্থানে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা মহাইল গ্রামের ফখরুল ইসলামের ছেলে গুলজার আহমেদ (১৮)। পেশায় একজন ফার্ণিচার নকশা কারিগর।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ নভেম্বর) মোটরসাইকেল যোগে চাচাতো ভাইদের সাথে খালার বাড়ী কদমখাল যাচ্ছিলো নিহত গুলজার।

পথিমধ্যে বিকেল সাড়ে ৩ টায় তামাবিল মহাসড়কের ডিবিরহাওড় লালশাপলা বিলের প্রবেশ মুখে পৌছা মাত্র বিপরীত দিক হতে আসা বালু বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো -ট- ২০-১৫৭১)সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা গুলজার বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।

দূর্ঘটনার পর বাইকে থাকা অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে।বর্তমানের তাদের অবস্থা স্থিতিশীল। এ সময় মহাসড়কের দুইপাশে তীব্র যানযটের সৃষ্টি হয়।

এবিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দূর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তিনি জানান নিহতের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।