December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 10th, 2024, 7:35 pm

শীতে হিটার ছাড়াই ঘর গরম রাখতে পারবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
শীতে ঘর গরম রাখতে অনেকেই রুম হিটার ব্যবহার করেন। তবে সারাক্ষণ রুম হিটার ব্যবহার করলে শরীরের নানান রকম ক্ষতি হতে পারে। এছাড়া বিদ্যুৎ খরচ বেড়ে যায় অনেক বেশি। বিদ্যুৎ খরচ কমাতে রুম হিটার না চালিয়েও ঘর গরম রাখতে পারবেন।

ওয়ার্ম লাইটস ব্যবহার করুন
শীতে ঘর গরম রাখার জন্য ওয়ার্ম লাইটস একটি ভালো অপশন। এ সময় আপনি হেভি লাইট বা মোমবাতি ব্যবহার করতে পারেন, যা রুমের তাপমাত্রা বাড়াতে সহায়ক হতে পারে। এছাড়া উজ্জ্বল আলোও রুম গরম রাখতে সাহায্য করে।

বাবল র্যাপ ব্যবহার করুন
শীতকালে বাবল র্যাপ সাধারণত গ্রীনহাউসের জানালা ইনসুলেট করতে ব্যবহৃত হয়। আপনি এটি ঘরের জানালা বা ইনসুলেটিং উইন্ডো শেডসের সঙ্গে ব্যবহার করতে পারেন। এর ফলে ঘরের তাপমাত্রা বাড়ানো সম্ভব।

মোটা কার্পেট এবং পর্দা ব্যবহার করুন
শীতের দিনে ঠান্ডা থেকে বাঁচতে, ফ্লোরে মোটা কার্পেট এবং জানালা ও দরজায় মোটা পর্দা ব্যবহার করুন। এতে ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে পারবে না এবং ঘর গরম থাকবে। এর পাশাপাশি ঘরটি দেখতেও সুন্দর হবে।

শীতে বিছানায় সুতির চাদরের বদলে গরম বেডশিট ব্যবহার করুন। এর ফলে বিছানায় তাপ বজায় থাকবে। এছাড়া আপনি শীতকালে বিছানার তাপ বাড়ানোর জন্য হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন।