ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন। ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরভঙ্গা ভায়া মডেরহাট সড়কে ধানকাটি ইউনিয়নের পৈতকাটি নামক স্থানে রাস্তার মাঝখানে গর্ত হওয়ায় ভাড়ী থেকে হালকা যানবাহন চলাচল ব্যহত হচ্ছে, যে কোন সময় ঘটতে পাড়ে দূর্ঘটনা। ১৬ ডিসেম্বর সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গর্ত হয়ে ভিতরে সুরঙ্গ হয়ে গেছে। ঐ এলাকার একজন ভ্যান চালক রিপন বলেন ২/৩ দিন হয় রাস্তাটির মাঝখানে সুরঙ্গ হয়ে আছে দ্রæত গতিতে গাড়ী আসলে গর্ত চোখে পড়েনা ফলে দুই তিন বার গাড়ী দূর্ঘটনার স্বীকর হয়েছে। অটো ড্রাইভার গনি বলেন যাত্রী নিয়ে আসলে ডান দিকে যাবো না বাম দিকে যাবো দিশেহারা হয়ে যাই। একজন পথচারী বলেন রাস্তাটি কয়েকদিন যাবত এ অবস্থায় পড়ে আছে, কিন্তু কারো কোন নজরে আসছে না। রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। কলেজ পড়–য়া এক ছাত্র বলেন এই রাস্তাটি বরিশাল, ডামুড্যা, শরীয়তপুর তথা ঢাকার সঙ্গে যোগাযোগের সহজ রাস্তা। কাজী মোঃ হাফিজ উদ্দিন বলেন ডামুড্যায় প্রতিদিন আমাকে অফিস করতে হয়, ফিরেত হয় রাতে এখন যে কুয়াশা পড়ে তাতে রাস্তায় কিছু দেখা যায়না, যে কোন সময় দূর্ঘটনার স্বীকার হতে পারি। আশেপাশে বহু শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপ স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ কমপ্লে, হাট বাজার সহ, বিভিন্ন স্থাপনা রয়েছে।্ উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল মুঠোফোনে বলেন দ্রæত মেরামত করার উদ্যোগ নেয়া হবে।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার