অনলাইন ডেস্ক:
ওপার বাংলা কলকাতায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে মেলা চলছে। সেখানেই হঠাৎ উপস্থিত হয়েছেন অভিনেতা জিৎ। আর তিনি আসার সঙ্গে সঙ্গে চারিদিকে ভক্ত-অনুরাগীরা ছুটে আসেন জিতের কাছে।
মেলায় ঘুরতে এসে ‘খাদান’ সিনেমার প্রশংসা করে জিৎ বলেন, ‘মেনস্ট্রিম ঘরানাটাই সিনেমা বা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি এতদিন ধরে চেষ্টা করে এটাকে বজায় রেখেছিলাম। চাইব আগামী দিনেও যেন এটাই বজায় থাকে।’
দেবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে জিতের মন্তব্য, ‘ভালো স্ক্রিপ্টের উপর পুরোটা নির্ভর করবে। চিত্রনাট্য পছন্দ হলেই একসঙ্গে কাজ হবে।’ কমার্শিয়াল ছবির ধারাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন জিৎ। এই ঘরানাকে বয়ে নিয়ে যাওয়ায় জিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেবও।
মেলা ঘুরে কেমন লাগল জিতের? এই প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। ঘানা, টিউনিশিয়া, টার্কি, দুবাইয়ের স্টলগুলো ভালো লেগেছে। বাকিগুলোও ভালো। এত রকমের জিনিস আছে যে কোনটা ছেড়ে কোনটা কিনব বুঝতেই পারছি না।’
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
বিমানবন্দরেই দেখা ইচ্ছে মা-ছেলের
পুরানা পল্টনে ৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে