May 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 3rd, 2025, 6:17 pm

বাবুগঞ্জে ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়নের সন্ধ্যা নদীর বাহেরচর বাজারের পশ্চিম পার্শ্ব থেকে আফসার ঢালীর বাড়ী থেকে মৃধা বাড়ী পর্যন্ত নদীর ভাঙ্গন রোধ করার জন্য জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ মে) বেলা ১১টায় উপজেলার বাহেরচর ঘোষকাঠী নদী ভাঙ্গন কবলিত এলাকার ভুক্তভোগীদের আয়োজনে আলোচনা সভা শেষে জিও ব্যাগ ফেলে ডাম্পিং কাজের উদ্বোধন করা হয় । জানা গেছে, প্রায় ৬৮ লাখ টাকা ব্যায়ে ওই এলাকায়  একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু চলমান এই প্রকল্পটিকে অন্য স্থানে স্থানান্তর ও ভিন্ন খাতে প্রভাবিত করতে একটি মহল চেষ্টা করেন। এসময় তার প্রতিবাদ করে বিক্ষোভ  করেন স্থানীয় ভুক্তভোগীরা। স্থানীয়রা বলেন, একটি কুচক্রীমহল নদী ভাঙ্গন রোধের কাজে বাধা প্রদান করে ঠিকাদারের কাছে কিছু অর্থ দাবি করছে, অর্থ না দেয়ার কারণে ঠিকাদারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে ওই মহলটি। পানি উন্নয়নের বোর্ডের কর্তৃপক্ষ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে যেই জায়গা থেকে কাজ শুরু করার কথা বলেছেন সেই জায়গা থেকেই ঠিকাদার কাজ শুরু করেছেন এবং অতি গুরুত্বপূর্ণ এলাকা থেকেই নদী ভাঙ্গলে কাজ শুরু হয়। কিন্তু এলাকার কিছু কু-চক্রী মহল উন্নয়নে বাধাগ্রস্ত করতেই বিভিন্ন অপপ্রচার করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মাওলানা নুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি  নেতা মোঃ মাহবুব আলম, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম উজ্জল, সমাজ সেবক  মোঃ খলিলুর রহমান, সাইদুজ্জামান সুজন, দেহেরগতি  ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোঃ এরশাদ হুসাইন, সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস হাসান, দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সমাজ সেবক  শাজাহান হাওলাদার, আবু বক্কর প্যাদাসহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গরা সহ ভাঙ্গন কবলিত এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা এক হয়ে এ সকল  অপপ্রচার ও কুচক্রীমহলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।