শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং” বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার সিরাজগঞ্জের স্থানীয় একটি রেস্টুরেন্টে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই কার্যক্রমটি পরিচালিত হয়েছে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায়।
সভায় সিরাজগঞ্জের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা জানান, গুগল রিভার্স ইমেজ সার্চ, ইনভিড, গুগল অ্যাডভান্সড সার্চ ও ওয়েব আর্কাইভিং-এর মতো বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করে কীভাবে ভুয়া তথ্য শনাক্ত ও যাচাই করতে হয়, তা তারা এখন শিখেছেন।
শিক্ষার্থীরা প্রস্তাব করেন, একটি নির্দিষ্ট ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম গড়ে তোলা হলে তারা সেখানে ভুয়া তথ্য যাচাই করে তা নিয়মিত আপলোড করতে পারবেন, যা ভবিষ্যতে সরকারের বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলায় কাজে আসবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, উপপরিচালক, জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আব্দুল মজিদ, অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ সদর ২ নং পুলিশ ফাড়ি, এবং হোসনে আরা জলি, নির্বাহী পরিচালক, প্রোগ্রাম ফর উইমেন ডেভলপমেন্ট। এছাড়াও অতিথি হিসেবে আরও ছিলেন মোঃ শাহজালাল সবুজ, সিরাজগঞ্জ সদর ২ নং ফাড়ি
সভার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড) এর কর্মকর্তারা এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও) এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম।
এই সভা স্যাকমিডের “ডিজিটাল হুমকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গণমাধ্যমকর্মী, ছাত্রী ও কমিউনিটি নারীদের সচেতনতা বৃদ্ধি” প্রকল্পের অংশ। এর মাধ্যমে বাংলাদেশের তরুণ-তরুণী ও নারীদের মধ্যে ডিজিটাল শিক্ষা, তথ্য যাচাই ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজ করা হচ্ছে।
আরও পড়ুন
মুরাদনগরে মোটরসাইকেল আরোহীকে মারধর, ২ যুবক গ্রেপ্তার
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
গঙ্গাচড়ায় সরকারিভাবে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ