বাংলাদেশ অভ্যন্তরীণ ইস্যুতে কোনও বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না—দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে এমন দৃঢ় বক্তব্য দিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
তিনি বলেন, ঢাকা সবসময়ই জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী।
বৃহস্পতিবার সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি জানান, যেকোনও পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভুয়া তথ্য, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বড় ধরনের হুমকির মুখোমুখি হয়েছে।
ড. খলিলুর রহমান আরও বলেন, বাংলাদেশ ‘উন্মুক্ত আঞ্চলিকতাবাদ’-এর ভিত্তিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভকে একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর আঞ্চলিক বহুপক্ষীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে দেখতে চায়। এ ফোরাম পারস্পরিক আস্থা, সুবিধা ভাগাভাগি এবং সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করেই এগোবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এর আগে বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য দোভালকে আমন্ত্রণ জানান।
এনএনবাংলা/

আরও পড়ুন
শেখ রেহানার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত
আজও ৪ জনের প্রাণহানি, ডেঙ্গুতে মৃত্যু ৩৫০ ছাড়ালো
চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত ৪