গ্রেড ও পদোন্নতির জটিলতা নিরসনসহ তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। ১২টি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ আজ মঙ্গলবার থেকে তিন দিনের এই কর্মসূচি পালন করছে।
সহকারী শিক্ষক এন্ট্রি পদে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা– এই তিন দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা।
ঐক্য পরিষদের অন্তর্ভুক্ত বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহীনুর আল আমিন জানিয়েছেন, এসব দাবিতে সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘সময়সীমা পার হয়ে যাওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে। এর আগে রোববার ও সোমবার আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি।’
এর বিপরীতে, কিছুদিন আগে দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে আন্দোলন করা চার সংগঠনের মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ আজ কর্মবিরতিতে নেই। পরিষদের আহ্বায়ক, নোয়াখালীর ত্রিপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, তাঁর বিদ্যালয়ে ক্লাস স্বাভাবিক রয়েছে। তিনি জানান, ‘সরকার একাদশ গ্রেডের আশ্বাস দিয়েছে। এই প্রতিশ্রুতির বাস্তবায়নে আমরা ২৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছি। দাবি মানা না হলে ৩০ নভেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করব।’
গত ৮ নভেম্বর ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। ওইদিন বিকেলে ‘কলমবিরতি’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে যেতে চাইলে পুলিশ তাঁদের আটকে দেয়। শাহবাগ থানার সামনে সাউন্ড গ্রেনেড, জলকামান, লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে তাঁদের শহীদ মিনারে ফিরিয়ে দেওয়া হয়। এতে কয়েকজন শিক্ষক আহত হন। প্রতিবাদে পরদিন থেকে তাঁরা কর্মবিরতি পালন করেন।
পরবর্তীতে ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনরত শিক্ষকরা। সরকার একাদশ গ্রেডে বেতন নির্ধারণ ও গ্রেড–পদোন্নতির জটিলতা নিরসনের আশ্বাস দিলে সেদিন রাতেই তাদের কর্মসূচি স্থগিত করা হয়।
এর আগে তিন দাবিতে ২৬ মে থেকে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের’ ব্যানারে কর্মবিরতি শুরু করেছিলেন শিক্ষকেরা। দাবি আদায়ে তাঁরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
গণভোটে রঙিন ব্যালট, সংসদ নির্বাচনে সাদা: ইসি সচিব
ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু, করবেন যেভাবে
বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ