রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও এম এ কাদের (অনু মাহমুদ)। ২০২৫-২০২৬ মেয়াদে এ দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে ২০২৪-২০২৫ মেয়াদেও তিনি গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

শনিবার (২০ ডিসেম্বর) গুলশান ক্লাবের ২০২৫-২৬ সালের বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ব্যালট নং-২ এ ৬৩৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এম এ কাদের (অনু মাহমুদ)। তার নিকটতম প্রতিদ্বন্দী ইশতিয়াক আবেদিন ব্যালট নং-১ এ পেয়েছেন ৫১৩ ভোট।
পর পর দুইবার অনু মাহমুদের সভাপতি নির্বাচিত হওয়ার পেছনে কাজ করেছে মূলত তাঁর নেতৃত্ব, আধুনিক দৃষ্টিভঙ্গি, প্রথম মেয়াদে প্রতিশ্রুতি দেওয়া কাজ সম্পন্ন করা এবং আগামী দিনগুলোতে ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সবাইকে সংশ্লিষ্ট রেখে এগিয়ে যাওয়া।

ফলাফল ঘোষণার পর অনু মাহমুদ ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান পুনরায় তাঁর প্রতি আস্থা রাখার জন্য। তিনি সমন্বিতভাবে কাজ করবেন, প্রশাসনিক সুবিধা এবং সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে ক্লাবকে আরও উন্নতির দিকে নিয়ে যাবেন। যেখানে স্বচ্ছতা ও আধুনিকীকরণের ওপর গুরুত্ব থাকবে।
গুলশান ক্লাব কর্তৃপক্ষ নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি সব প্রার্থীদের প্রতিযোগিতামূলক ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান
মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক সেই হান্নানের জামিন
শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম গ্রেপ্তার