রংপুর ব্যুরো:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের প্রথমদিনে রংপুর-১ (গংগাচড়া) আসনের এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আসনটিতে বাকি ৮ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হচ্ছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। সকালে রংপুর-১ ও বিকেলে রংপুর-২ আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইয়ে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। রংপুর-(গংগাচড়া-সিটির আংশিক) আসনে বৈধ ৮ প্রার্থী হলেন, বিএনপির মোকারম হোসেন সুজন, জামায়াতের মাওলানা রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজিব, বাসদ (মার্কসবাদী) আহসানুল আরেফিন তিতু, জাতীয় নাগরিক পার্টির আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিশের মমিনুর রহমান, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আনাস। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন এই আসনে বৈধ ৫ প্রার্থী হলেন, বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, জামায়াতের এটিএম আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. আশরাফ আলী, বাসদ (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আজিজুর রহমান।মনোনীত বাতিল প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, মনোনয়ন ফরমের একটা ছোট ভুলের কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে আপিল করা হবে। এ বিষয়ে রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, আজ সকালে রংপুর-১ আসন এবং বিকেলে রংপুর-২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে নাগরিকত্ব বিষয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল বলে গণ্য হয়। তবে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধতা ফিরে পাওয়ার জন্য আপিল করতে পারবেন ওই প্রার্থী। আগামীকাল শুক্রবার সকালে রংপুর-৩ (সদর-সিটি কর্পোরেশন) আসন ও বিকেলে রংপুর-৪(কাউনিয়া-পীরগাছা) আসনের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। শনিবার সকালে রংপুর-৫ (মিঠাপুকুর) ও বিকেলে রংপুর-৬(পীরগঞ্জ) আসনের মনোনয়ন যাচাই-বাছাই রয়েছে।

আরও পড়ুন
কুমিল্লা সীমান্ত থেকে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়াবাসহ কালীগঞ্জে গেফতার-২
চিরকুট দিয়ে কালীগঞ্জে হত্যা-গুম-লুটপাট-চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি