January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 8th, 2021, 2:36 am

মোশাররফ করিমকে পেয়ে দারুণ খুশি পার্নো

অনলাইন ডেস্ক :
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কমেডি ঘরানার নাটকে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। অভিনয় জীবনে তার প্রাপ্তিও অনেক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার নন্দিত এই অভিনেতার বিপরীতে বাংলাদেশের অনুদানের সিনেমা ‘বিলডাকিনী’তে কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে দেখা যাবে। এরইমধ্যে দুজনের কথা হয়েছে বলে জানা গেছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। পার্নো ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ‘এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো- দারুণ খুশি হয়েছি। তার সঙ্গে ভিডিও কলেও কথা হয়েছে আমার।’ বলেছেন পার্নো। এই সিনেমায় মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে লুৎফর রহমান জর্জ অভিনয় করবেন। এদিকে পরিচালক তুহিন ও অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি। নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। শুটিং হবে রাজশাহীর গ্রামাঞ্চলে। চলতি বছরেই এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। পার্নো মিত্র ২০১৬ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেন। এতে ছিলেন প্রয়াত বলিউড তারকা ইরফান খান।