নাটোরের সিংড়ায় গ্যারেজে রাখা পৌর মেয়রের জীপসহ ১১টি যানবাহন পুড়ে গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন পৌরসভার নিজস্ব গ্যারেজে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভোর ৪টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন পৌরসভার নিজস্ব গ্যারেজে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গ্যারেজের শাটার ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, এর আগেই পুড়ে যায় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের ব্যক্তিগত জীপ, ২টি কমিউনিটি অ্যাম্বুলেন্স ও ৮টি ইজিবাইক।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সুমন আলী।
বিয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি। তবে মেয়রকে ফোনে পাওয়া যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা
গরমে কিশমিশ ভেজানো পানি পান করা কেন জরুরি?
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের