গাইবান্ধা শহরের হাফিজিয়া মাদরাসার রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে ওই প্রতিষ্ঠানের ১৬ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ১৬ শিক্ষার্থী হলেন-মিনহাজ, মোজাহিদ, মোজাহিদ ২, মেহেদী, রাসেল, মারুফ, শফিকুল, তারেক, রশিদ, মিজান, হাসান, মাজুক, হোসাইন, মোহিনুল, সামিউল, নিরব ও জোবায়ের।
হাসপাতাল সূত্র জানায়, সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার ১৬ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ওই শিক্ষাথীরা সোমবার রাতের ভাত খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। সকাল থেকে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। অবস্থা খারাপ হয়ে যাওয়ায় মাদরাসা কর্তৃপক্ষ অসুস্থ শিশুদের গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেন।
তিনি আরও বলেন, অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে (বিভাগে) তাদের চিকিৎসা চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২