January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 5th, 2023, 8:43 pm

নিউজিল্যান্ডে উড়ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসে গত অক্টোবরে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ হারে পাকিস্তান নারী দল। নিগার সুলতানা জ্যোতিদের কাছে দুই ফিরিম্যাটেই হারের এক মাস পর নিউজিল্যান্ডে খেলতে গেছেন নিদা দার, আলিয়া রিয়াজরা। সেখানে সবাইকে চমকে দিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান নারী দল। ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পায় পাকিস্তান। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচ ১০ রানে জিতে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতল পাকিস্তানের মেয়েরা। সেটিও এক ম্যাচ হাতে রেখে।

টি-টোয়েন্টিতে এ নিয়ে প্রতিপক্ষের মাঠে মাত্র চারবার সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান নারী দল। ২০১৪ সালে প্রথম জেতে বাংলাদেশে, ২০১৮ সালে শ্রীলঙ্কায়, সে বছরই অক্টোবরে আবার বাংলাদেশকে হারিয়েছিল পাকিস্তান। এবার হারাল কিউই মেয়েদের। ডানেডিনে প্রথমে ব্যাট করে মুনিবা আলী (৩৫), আলিয়া রিয়াজ (৩২*) ও বিসমাহ মারুফের (২১) কল্যাণে ১৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে ১২৭ রানে থামে হোয়াইট ফার্নস। রান তাড়া করতে নেমে ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন হান্নাহ রোয়ের। গত ম্যাচের মতো এদিনও সেরা বোলার ফাতিমা সানার, ২২ রানে নেন ৩ উইকেট।