অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরুর আগের দিন নাসুম আহমেদের ডাক পড়েছিল ঢাকায়। তিনি বিসিএল খেলতে চট্টগ্রাম অবস্থান করছিলেন। এরপর বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ করে রাতেই চট্টগ্রামে ফিরেছেন তিনি। বিশ্বকাপ ব্যর্থতার মূল কারণ অনুসন্ধান করতে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তদন্ত কমিটি গঠন করেছে। গত সোমবার বিসিবির গুলশান অফিসে নাসুমকে ডাকে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। বাকি দুই সদস্য হলেন বিসিবি পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম।
বিশ্বকাপ ব্যর্থতার পাশাপাশি নাসুমের গায়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের গায়ে হাত তোলা নিয়ে দেশের ক্রিকেটে চলছে নানা আলোচনা-সমালোচনা। তার কাছে এই বিষয়ের সত্যতাসহ বিস্তারিত জানতে চেয়েছে তদন্ত কমিটি। এর আগে গুলশানের নাভানা টাওয়ারে তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্বাচক কমিটির দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন। প্রথম দিনে দুই ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমান তদন্ত কমিটির সঙ্গে দেখা করেছেন।
এদিকে নিউজিল্যান্ড সিরিজ চলার কারণে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ডাকছেন না তারা। সাকিব আল হাসানও আছেন নির্বাচনি ব্যস্ততায়। এখনও ডাকা হয়নি হেড কোচ হাথুরুসিংহেকেও। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তাদের এই মুহূর্তে ডাকা হচ্ছে না। সুবিধাজনক সময়েই ডাকা হবে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল