জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):
মৌলভীবাজারে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারেরর আবাসিক হোটেল মুন থেকে আবারও এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ৪ ডিসেম্বর সন্ধ্যার শ্রীমঙ্গল থানা পুলিশ শহরের আবাসিক হোটেল মুন থেকে এক অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। অজ্ঞাত ব্যক্তি এখনোও কোন পরিচয় পাওয়া যায়নি।
উল্লেখ্য আবাসিক হোটেল মুন থেক এর আগে গত ২২ অক্টোবর নিতাই দাশ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেিলো পুলিশ।
শ্রীমঙ্গল থানার পুলিশ উপপরিদর্শক ( ওসি) তদন্ত মো: আমিনুল ইসলাম বলেন, আমরা খরব পেয়ে আবাসিক হোটেল মুন থেকে ২০৩ নম্বর রুম থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বিষয় টা জানা যাবে।

আরও পড়ুন
গণভোট প্রচারণায় হালুয়াঘাটে ইমামদের নিয়ে সমাবেশ
কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার!
মুরাদনগরে ১২ দিন পর নিখোঁজ অটোচালকের অর্ধগলিত লাশ খালের কচুরিপানা নীচ থেকে উদ্ধার