January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 6th, 2023, 8:08 pm

যে তারকারা হলেন সেরা করদাতা

অনলাইন ডেস্ক :

২০২২-২৩ করবর্ষের জন্য অভিনেতা ও অভিনেত্রী এবং গায়ক ও গায়িকা শ্রেণিতে সেরা করদাতা ছয় তারকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত সোমবার সেরা করদাতাদের তালিকা ঘোষণা করেছে। অভিনেতা ও অভিনেত্রী শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও অভিনেতা মো. সিয়াম আহমেদ। আর ২০২২-২৩ করবর্ষে গায়ক ও গায়িকা শাখায় সেরা করদাতা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম।

গত বছর অভিনেতা ও অভিনেত্রী এবং গায়ক ও গায়িকা শাখায় সেরা করদাতা হয়েছিলেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ বন্দ্যোপাধ্যায়, তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।

কর কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পান। যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ। এই কর কার্ডের মেয়াদ হবে এক বছর।