চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচ দোকান ও ১২টি অটোরিকশা।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের জালিয়াখালী নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তার আগেই আগুনে গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা এবং পাশের আরও পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
বাঁশখালী ফায়ার সার্ভিসের লিডার নুরুল বাশার বলেন, আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
—-ইউএনবি

আরও পড়ুন
নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ
কমলগঞ্জে বরই চাষে সফল আজাদ, অনুসরণ করছেন যুবকরা
বেহাল ডামুড্যা শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের ভোগান্তি চরমে