অনলাইন ডেস্ক :
সম্প্রতি ‘শানদার শুক্রবার’ এপিসোডে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও ‘ওম শান্তি ওম’ পরিচালক ফারহা খান। শো চলাকালীন অমিতাভ বচ্চনের একটি প্রশ্নের জবাবে নিজের মানসিক অবসাদের কথা সরাসরি তুলে ধরেন নায়িকা। জনপ্রিয় এই বলি-অভিনেত্রী জানান, ২০১৪ সালে তিনি তীব্র মানসিক অবসাদে ভুগেছিলেন। সেই সময় তার কাজ করতে যেতে ভালো লাগতো না। কারো সঙ্গে দেখা করতে চাইতেন না। বাড়ির বাইরে বের হতেন না। ‘সেই সময় বহুবার এমন মনে হয়েছে যে, বেঁচে থেকে কোনো লাভ নেই আমার। বেঁচে থাকতেই আর ইচ্ছে করত না।’ এ সময় অমিতাভ বলে ওঠেন, তিনি প্রার্থনা করবেন ওই রকম সময় যেন দীপিকার জীবনে আর ফিরে না আসে। সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন
ঢাকায় মুক্তি পেল ‘অ্যানাকোন্ডা’ ও ‘স্পঞ্জবব’
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ন্যান্সির গান ‘নেতা আসছে’
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে বিটিভির ৬১ বছর: দিনব্যাপী বিশেষ আয়োজন