January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 8th, 2023, 8:41 pm

২৮ অক্টোবর থেকে অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস

অক্টোবরের শেষ থেকে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল চলাকালে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ২৬৭টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করেছে ফায়ার সার্ভিস।

বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) ওয়ারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকার শাহবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ১০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গত দেড় মাসে অগ্নিসংযোগে ২৬৩টি গাড়ি ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য ২৬টি যানবাহন রয়েছে।

—-ইউএনবি