জেলা প্রতিনিধি, সাভার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলিকৃতদের মধ্যে সাভার মডেল থানায় পদায়ন করা হয়েছে আকবর আলী খানকে। তিনি আসছেন গাজীপুরের কালিয়াকৈর থানা থেকে। অপরদিকে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে।
আশুলিয়া থানায় বদলি করা হয়েছে এএফএম সায়েদকে। তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানা থেকে আসছেন। অপরদিকে আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জের সোনারগাও থানায় বদলি করা হয়েছে। মো: সিরাজুল ইসলাম শেখকে ধামরাই থানায় পদায়ন করা হয়েছে। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা থেকে আসছেন। ধামরাই থানার ওসি মো: হারুন অর রশিদকে ঢাকা জেলার দোহার থানায় বদলি করা হয়েছে।
এরআগে নির্বাচন কমিশনের নির্দেশে এসব ওসিকে বদলির প্রস্তাব বুধবার নির্বাচন কমিশনে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ওই তালিকা কমিশন অনুমোদন দেয়। এরপর বদলি কার্যক্রম শুরু করে পুলিশ সদর দপ্তর। এ দিনই ৩৮৩ ওসিকে বদলি করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫