October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 10th, 2023, 8:18 pm

সুখকর স্মৃতি নিয়ে ফেরার ইচ্ছা বিজয়ের

অনলাইন ডেস্ক :

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডান কাঁধে চোটের আগ পর্যন্ত জাতীয় দলে নিয়মিতই ছিলেন এনামুল হক বিজয়। সে যে ছিটকে গেলেন আর কখনো দলে নিজেকে থিতু করতে পারেননি এই ওপেনার। আসা-যাওয়ার মাঝে চলছে বিজয়ের ক্যারিয়ার। বিজয় সেই দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন নেলসনের স্যাক্সটন ওভালে। ওই ঘটনার প্রায় আট বছর পর আরেকবার নিউজিল্যান্ডে যাওয়ার স্যুােগ হচ্ছে তাঁর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে বিকল্প ওপেনার হিসেবে আছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের সূচির কারণে দুই ভাগে সেখানে যাচ্ছে বাংলাদেশ।

প্রথম ধাপে কাল রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে না থাকা বিজয়, লিটন দাস, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকাররা গেছেন। কোচিং স্টাফের মধ্যে সহকারী কোচ নিক পোথাস লিটনদের সঙ্গী হয়েছেন। রওনা দেওয়ার আগে বিমানবন্দরে বিজয় এই সফর নিয়ে নিজের লক্ষ্যের কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ‘সুযোগ আসলে চেষ্টা করব ভালো খেলার। দলের সঙ্গে আছি, খেলতে পারলে ভালো লাগবে। নিউজিল্যান্ডে একটা চোট পেয়েছিলাম, ২০১৫ সালে। অবশ্যই এবার চেষ্টা করব সুখকর স্মৃতি নিয়ে যেন ফিরতে পারি।’