January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 10th, 2023, 7:54 pm

ব্যারিস্টার মইনুল ছিলেন সততার নির্ভিক প্রতীক : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

অনলাইন ডেস্ক :

প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার বড়ছেলে, জনপ্রিয় ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, দেশবরেণ্য আইনজীবী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল সম্মোজ্জ্বল। কোন স্বৈরশাসকের কাছে তিনি মাথানত করেননি। ২০০৭ সালে জনপ্রিয় ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে সুশাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার মইনুল অগ্রণী ভূমিকা পালন করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন এক জাতীয় ব্যক্তিত্ব। মোটকথা তাঁর মত মহান ব্যক্তিত্বের মৃত্যুজনিত ক্ষতি কখনই পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরতা কামনা করেন ও শোকাহত পরিবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।