January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 12th, 2023, 3:13 pm

শ্রীবরদীতে নবাগত ইউএনও’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদী উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীলসমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুম স্বোমেশ্বরীতে ওই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, আব্দুল্লাহ ছালেহ, তাতিহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মোঃ ফরিদ আহম্মেদ রুবেল, প্রেস ক্লাব শ্রীবরদী সম্পাদক ফেরদৌস আলী প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।