বগুড়ার গাবতলীতে ৩৬ ঘণ্টা অবরোধের শেষ দিনে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার দুপুর ২টায় গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলাকালে শেষ দিনে এ ঘটনা ঘটে। এসময় দুইটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
আহতরা হলেন- গাবতলী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, উপপরিদর্শক (এসআই) এনামুল হক ও উপপরিদর্শক (এসআই) জয়দেব সাহা। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধের সমর্থনে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে উপজেলা সদরের তিনমাথা মোড়ে মিছিল চলে যাওয়ার পর বিকট শব্দে দায়িত্বরত পুলিশের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তিনজন পুলিশ কর্মকর্তা আহত হন।
এ ব্যাপারে গাবতলী পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলাম বলেছেন, এঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। এর সঙ্গে বিএনপি জড়িত নয়।
এ ব্যাপারে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ককটেলের আঘাতে তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন