January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 14th, 2023, 3:35 pm

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২০

কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর এলাকায় বুধবার সন্ধ্যায় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত সিফাত হোসেন (২৫ বছর) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে এক যুবক নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসটি হাইওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

—-ইউএনবি