কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর এলাকায় বুধবার সন্ধ্যায় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত সিফাত হোসেন (২৫ বছর) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে।
লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে এক যুবক নিহত ও ২০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি হাইওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল তুরস্ক, আকাশসীমা-বন্দরও নিষিদ্ধ
মার্কিন আদালতে ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা
‘মব ভায়োলেন্স’ থামাতে বলপ্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী: আইএসপিআর