অনলাইন ডেস্ক :
ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘লটারি’তে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ড্রামা, সাসপেন্স ও থ্রিলারে তৈরি সিরিজটিতে সিয়ামকে পাওয়া যাবে খলনায়ক হিসেবে। ক্যারিয়ারে প্রথমবার এমন চরিত্রে দেখা যাবে ‘পোড়ামন ২’ অভিনেতাকে। সিয়াম বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে ডার্ক ও মন্দ চরিত্র হতে যাচ্ছে এটি। বলতে পারেন এভাবে আমাকে আগে কেউ দেখেননি।
জানি না দর্শক চরিত্রটি কিভাবে নেবেন। তবে আমি চেষ্টা করেছি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে।’ শিগগিরই সিরিজটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এতে আরো অভিনয় করেছেন সাফা কবির, মনোজ প্রামাণিকসহ অনেকে। এর আগে সিয়ামকে মিজানুর রহমান আরিয়ানের ‘পুর্নমিলনী’তে দেখা গিয়েছিল।

আরও পড়ুন
ঢাকায় মুক্তি পেল ‘অ্যানাকোন্ডা’ ও ‘স্পঞ্জবব’
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ন্যান্সির গান ‘নেতা আসছে’
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে বিটিভির ৬১ বছর: দিনব্যাপী বিশেষ আয়োজন