ময়মনসিংহ সদর উপজেলার বালুবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চারজন নিহত ও দুইজন আহত হন।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রেনটি ট্রাকটিকে লেভেল ক্রসিং থেকে ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়।
ওসি আরও জানান, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-চট্টগ্রামের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন