অনলাইন ডেস্ক :
নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমান মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব অপূর্ব রানা।
তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য মোহাম্মদ নোমান দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। জানা গেছে, দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন নোমান। জানা গেছে, পরিবার, নিকটাত্মীয় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চলছিল নোমানের ব্যয়বহুল চিকিৎসা। সম্প্রতি নোমানকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছিল নির্মাতার পরিবার। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে থেমে গেল নির্মাতার জীবনপ্রদীপ।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব