অনলাইন ডেস্ক :
সিনেমা আর পরিবার নিয়ে বেশ আনন্দেই কাটছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। কদিন আগেই রাজ-শুভশ্রীর ঘরে এসেছে ছোট্ট কন্যা ইয়ালিনি। সম্প্রতি তারা নতুন লুকে ধরা দিয়েছিলেন। এবার বর্ষবরণ করতে গিয়ে এ জুটির অন্তরঙ্গ ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে। রোববার বছরের শেষ দিন রাতের পার্টিতে স্বামী রাজের সঙ্গে এক ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেই শুভশ্রীকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। ওইদিন তোলা একটি ছবি নিজের ইনস্ট্রাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। কালো পোশাকে রাজের সঙ্গে চুমুর ছবি পোস্ট করতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট পাড়ায়।
অভিনেত্রীর ইনস্টাগ্রামের পোস্টের কমেন্টে একজন লিখেছেন, এভাবে ছবি দেয়ার কী আছে? অপরজন লিখেছেন, এরা সবসময় প্রমাণ দিতে চায় ওরা সুখী দম্পতি। এর আগেও কয়েক বার চুমুকান্ডে আলোচিত হয়েছেন এ অভিনেত্রী। তবে এসব আলোচনার কোন পাত্তাই দেন না তিনি। এদিকে কিছু দিন আগে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এবার আর লম্বা বিরতি নিচ্ছেন না। ফেব্রুয়ারি মাসেই শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। শুভশ্রীর প্রথম সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দর্শক এবং সমালোচক মহলে যথেষ্ট প্রশংসিত। আর রাজের সিরিজে শুভশ্রীকে দেখা যাবে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে। শুরু করেছেন প্রস্তুতিও।
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়
বছরের শেষ পুরস্কার উঠলো যাদের হাতে