January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 2nd, 2024, 7:57 pm

নেটিজেনদের মনে ঝড় তুললেন সোহানা

অনলাইন ডেস্ক :

মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেদনময়ী ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। আজ যেন ভেজা শরীরে ভিন্ন এক সাবাকে আবিষ্কার করলো নেটদুনিয়া। নতুন বছরের প্রথম দিন সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। সবুজ শাড়ীতে সাবার পানিতে ভেজা সাবার এই ছবিগুলো নেটিজেনদের মনে ঝড় তুলেছে। বেশ কিছু ছবি দিয়ে সাবা ক্যাপশনে লেখেন, ‘হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।’

ছবিগুলোতে সোহানা সাবাকে আবেদনময়ী রূপে দেখা গেছে। যা পছন্দ করেছেন ভক্তরা। কেউ আবার মজা করে বলেছেন, ‘এই শীতে উষ্ণতার জন্য ছবিগুলোই যথেষ্ট।’ কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু তার। দেশের গ-ি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ থেকে ‘বৃহন্নলা’-বড় পর্দায় নিজের কাজের জন্য প্রশংসিত হয়েছেন সোহানা সাবা।