December 31, 2025
Tuesday, January 2nd, 2024, 7:58 pm

প্রেমের সিনেমা পরিচালনায় রুবেল

অনলাইন ডেস্ক :

অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুম পারভেজ রুবেল বেশির ভাগ সময় অ্যাকশন ছবিতেই অভিনয় করেছেন। ‘লড়াকু’ খ্যাত এই নায়ক যে ছবিগুলো পরিচালনা করেছেন তার প্রতিটিই অ্যাকশনধর্মী। প্রথমবার স্যাড রোমান্টিক ছবি পরিচালনা করছেন তিনি। ‘চোখের জলে ভাসায়’ নামের ছবিটির প্রথম লটের শুটিং করেছেন ডিসেম্বরে। এ মাসের দ্বিতীয় সপ্তাহে করবেন শেষ লটের শুটিং। ছবিতে রুবেলের সঙ্গে অভিনয় করেছেন রেদওয়ান রাশেদ প্রহর ও একজন নতুন মুখ।

সিনেমাটি প্রসঙ্গে রুবেল বলেন, ‘গল্পটি খুব পছন্দ হওয়ায় পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমার দর্শকরা এবার নতুন কিছু পেতে যাচ্ছেন। এত দিন আমাকে মারপিট নায়ক হিসেবে দেখে এসেছেন তাঁরা। এবার দেখবেন প্রেমের ছবির পরিচালক হিসেবে। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছি আমি। ইচ্ছে আছে, কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেব।