জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় বই উৎসবে নতুন বই পেল শিক্ষার্থীরা। হাতে পাওয়া নতুন বইয়ের গন্ধে শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক। সোমবার গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে দু-বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক, শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, পিআইও সজীবুল করিম, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আখের মিঞাসহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হয়।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত