নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
এ ঘটনায় আটক করা হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ৩ জনকে।
ভাঙচুর করা হয়েছে বিএনপির দাউদার মাহমুদের পেট্রোল পাম্প, পুলিশের একটি গাড়িসহ অন্তত ৭টি গাড়ি।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দাউদার মাহমুদের নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ শুরু করে বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর করা হয়।
আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের ধাওয়া করে এবং দাউদার মাহমুদের পেট্রোল পাম্পে ভাঙচুর করা হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ৩ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা
পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
বিএনপির আগামী পথচলা হবে জনগণের সাথে ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন