January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 6th, 2024, 8:15 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: সোনামসজিদ স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার ও আগামীকাল রবিবার ২ দিন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। সোমবার যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে ৬ ও ৭ জানুয়ারি অর্থাৎ শনিবার ও রবিবার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার জন্য কাস্টমস কর্তৃপক্ষকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবহিত করা হয়।’

হারুন অর-রশিদ আরও বলেন, কাস্টমসের যুগ্ম কামিশনার মোহাম্মদ মাহবুব হাসান স্বাক্ষরিত এক চিঠিতে আমাদেরকে জানানো হয়- আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ৬ ও ৭ জানুয়ারি সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন।

সোমবার যথারিতি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

—ইউএনবি