প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। আপনাদের ভোট খুবই মূল্যবান। আমরা ভোটাধিকারের জন্য অনেক লড়াই করেছি এবং আমি আশা করি দেশের সব মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন। বাংলাদেশ তার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে।’
অনেক বাধা-বিপত্তির মধ্যেও আজ নির্বাচন করতে পেরে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, অনেক বাধা-বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তাদের ভোটাধিকার সম্পর্কে সতর্ক এবং নির্বাচন জরুরি।
তিনি বলেন, ‘কারণ পাঁচ বছর পর একটি নির্বাচন হবে এবং জনগণ অবাধে ভোট দেবে এবং আমরা সেই পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি। যদিও এখানে বিএনপি-জামায়াত জোট অগ্নিসংযোগ ও অন্যান্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে।’
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দেশের মানুষের কল্যাণও চায় না, এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতাও চায় না।
শেখ হাসিনা বলেন, ‘জনগণ তাদের ইচ্ছামতো ভোট দেবে। আমরা সেই ভোটের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি। যদিও বিএনপি-জামায়াত জোট অগ্নিসংযোগসহ অনেক ঘটনা ঘটিয়েছে।’
শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সামনে আরও অনেক কাজ আছে। আমরা সেগুলো সম্পূর্ণ করতে চাই। আমরা আশা করি নৌকা বিজয়ী হবে এবং আবারও আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারব এবং আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদার বাস্তবায়ন করতে পারব।’
তিনি বলেন, জনগণের ওপর তার আস্থা আছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করেছে। কারণ গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক ধারার কারণেই দেশের এই অর্জন।
তিনি আরও বলেন, ‘সামরিক শাসনসহ অন্যান্য সরকারের সময়ের দিকে তাকালে তারা দেখতে পাবেন, তারা দেশের জন্য কোনো উন্নয়ন করতে পারেননি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ ভোটাধিকার ও খাদ্যের অধিকার পায়। আর এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা এটা সফলভাবে করেছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
শেখ হাসিনা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি হাত দিয়ে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে বলেন, ‘আমি অবশ্যই আশাবাদী কারণ দেশের মানুষ আমার সঙ্গে আছে। ইনশাল্লাহ আমরা জিতব।’
—-ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত