‘একতরফা’ নির্বাচনেও রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আজ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই।’
কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জনগণ ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে।
রিজভী বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে যাচ্ছে না। তারা (আওয়ামী লীগ) এই একতরফা নির্বাচনে ভুয়া ভোটার উপস্থিতি দেখানোর জন্য গভীর রাতে ব্যালট বাক্স ভরে দিয়েছে।’
তিনি বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এই বিএনপি নেতা শান্তিপূর্ণভাবে হরতাল পালন ও সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
পরে রিজভী কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করেন।
প্রধান বিরোধী দলগুলোর বর্জনের মধ্য দিয়ে আজ (রবিবার) সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো। সোমবার সকাল ৬টায় হরতাল শেষ হবে।
বর্তমান সরকারকে পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৩৫টির বেশি বিরোধী রাজনৈতিক দলসহ বিএনপি একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে অনেকে আত্মগোপনে রয়েছেন।
তবে সরকারি যানবাহন ও যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগের মতো সহিংসতার ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলো ১২ দফায় ২৩ দিন এবং ২৯ অক্টোবর থেকে পাঁচ দিন হরতাল পালন করে।
—-ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের
খালেদার বিদেশযাত্রা : কী আছে ‘লন্ডন ক্লিনিকে’?