চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিকাল ৪টায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
ইসি সচিব বলেন, ‘তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এর আগেও তিনি কোড লঙ্ঘন করেছেন।’
মুস্তাফিজুর রহমান এই আসনের বর্তমান সংসদ সদস্য।
—-ইউএনবি

আরও পড়ুন
টিভি টক শোতে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি, কটূক্তি প্রচারে মানা
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ৩০০ আসনে প্রার্থী দেবে, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর
নিরাপত্তা শঙ্কায় ঢাকার ভারতীয় ভিসা সেন্টার সাময়িক বন্ধ