যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক জিম বেটস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলে বর্ণনা করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি বলতে চাই, এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘তারা যে বিষয়টি নিয়ে কথা বলছে তা হলো কম ভোটদান- এটি একটি ভুল ধারণা। কিছু দেশে বিকেল ৫/৬টা বা এমনকি কয়েক মাস পর্যন্ত ভোট গ্রহণ চলে।’
বেটস বলেন, ‘সুতরাং যখন তারা বলে ‘কম ভোটদান’, তখন এটি সংবাদমাধ্যমকে চাঙ্গা করার কিছু কৌশলমাত্র।’
বিদেশি পর্যবেক্ষকরা আজ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন।
এর আগে আরেক পর্যবেক্ষক বলেন,‘এই মুহূর্তে, এটি শান্তিপূর্ণ বলে মনে হচ্ছে। আশা করি সারাদিন এমনটাই থাকবে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বর্তমানে ১২৭ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় অবস্থান করছেন।
—–ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের
খালেদার বিদেশযাত্রা : কী আছে ‘লন্ডন ক্লিনিকে’?