January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 16th, 2024, 8:26 pm

হঠাৎ টালিউডে কর্মবিরতির ডাক, বন্ধ শুটিং!

অনলাইন ডেস্ক :

১৯৬০ সালের পর গেল বছরের মে মাসে নানা দাবিতে ধর্মঘট দিয়েছিল হলিউড লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা। তাদের সঙ্গে যোগ দিয়েছিল অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকাররা। হলিউডের সেই ধর্মঘটের কিছুটা আঁচ লাগলো টালিউড ইন্ডাস্ট্রিতে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকালে ইলেকট্রিশিয়ান গিল্ড টালিপাড়ায় কর্মবিরতির ডাক দেয়। ফলে সকাল থেকেই একাধিক সিনেমা ও সিরিয়ালের শুটিং বন্ধ রয়েছে। মূলত ইলেকট্রিশিয়ান গিল্ডের নির্বাচনের আগে কিছু অভিযোগ তুলে মঙ্গলবার (১৬ জানুয়ারী) ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের একাংশ সকাল থেকেই কর্মবিরতির ডাক দেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, টালিপাড়ার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে সংগঠনটির আসন্ন নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে ক্রমাগত হুমকি। ফলে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সিরিয়ালের এক সহকারী পরিচালক বললেন, ‘সকাল থেকেই কাজ বন্ধ। কী করব জানি না। ফ্লোরে অনেকক্ষণ ধরে ইউনিট বসেই রয়েছে।’ তা হলে কি টলিপাড়ায় মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ থাকবে? এমন প্রশ্নের উত্তরে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন কখনও শুটিং বন্ধ করাকে সমর্থন করে না।’