October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 16th, 2024, 8:48 pm

ফেডারেশন কাপ : দিয়াবাতেকে ছাড়া পিছিয়ে পড়েও মোহামেডানের শুভ সূচনা

অনলাইন ডেস্ক :

শুরুতে গোল করে চট্টগ্রাম আবাহনী দারুণ কিছু করার স্বপ্ন দেখছিল। কিন্তু প্রতিপক্ষ যে আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। দলের বড় তারকা মালির সুলেমানে দিয়াবাতেকে ছাড়াই সাদা-কালোরা ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে বন্দরনগরীর দলকে হারিয়ে ফেডারেশন কাপে শুরুর ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই ম্যাচে দিয়াবাতেকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাকে ছাড়াই খেলে শুরুর দিকে মোহামেডান গোল খেয়ে যায়।

১৪ মিনিটে চট্টগ্রাম আবাহনী প্রথম গোল পায়। ফ্রি কিক থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড আজিজ আবোলাজি হেডে বল জড়িয়ে দেন জালে। বিরতির আগে ফ্রি কিক থেকে সমতায় ফেরে মোহামেডান। সতীর্থের শট সাইড পোস্টে লেগে ফেরে। ফিরতি বলে জাফর ইকবাল গোল শোধ দিতে ভুল করেননি। বিরতির পর মোহামেডানের আক্রমণ আরও ধারালো হয়। ৫৫ মিনিটে মুজাফররভ গোল করে দলের জয় নিশ্চিত করেন। সানডের হেড ফিরে আসলে উজবেক মিডফিল্ডার লক্ষ্যভেদ করে দলকে তিন পয়েন্ট এনে দেন। যদিও এরপর চট্টগ্রাম আবাহনী গোল শোধে অনেক সময় পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি।