বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক পূর্ব বাংলার জনগণের স্বাধীনতা সংগ্রামের সময় স্থাপিত বন্ধুত্বের দৃঢ় ভিত্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক ও অন্যান্য ব্যবহারিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার সুবিধার্থে তারা দু’দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা করছেন।
ড. মাহমুদের দায়িত্বশীল পদে সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
—–ইউএনবি
আরও পড়ুন
লুটের অস্ত্রের তথ্য দিলে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ব্যাপক হট্টগোলোর মাঝে আদালতে অসুস্থ তৌহিদ আফ্রিদি, পাঁচ দিনের রিমান্ড
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা