চট্টগ্রামের বোয়ালখালীতে ১ হাজার ২০০ মুরগিসহ একটি পোলট্রি খামার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) ভোরের দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পূর্ব কালুরঘাট এলাকায় কামাল হোসাইনের পোল্ট্রি খামারে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন লাগার খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুরো খামারটি পুড়ে যায়।
খামারের মালিক কামাল হোসাইন বলেন, ভোর ৪টার দিকে আগুন লেগে আমার পোল্ট্রি খামার পুড়ে যায়।
তিনি আরও বলেন, এই খামারে ১ হাজার ২০০ মুরগি ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
কুড়িগ্রাম ২২-বিজিবির বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ পালিত
কয়রার পর্যটন কেন্দ্রটি বদলে দেবে এই অঞ্চলের মানুষের ভাগ্য – খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম