অনলাইন ডেস্ক :
গুয়াতেমালার একটি আদালত ২০০৮ সালে ১৫ জন নিকারাগুয়ান এবং এক ডাচ নাগরিককে হত্যার দায়ে এক মাদক সম্রাটকে ৮০৮ বছরের কারাদ- দিয়েছেন। সোমবার এই রায় ঘোষণা করা হয়। হত্যাকান্ডে অংশ নেওয়া আসামি রিগোবার্তো দানিলো মোরালেসের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছেন আদালত। ২০১৬ সালে আরেকজন কথিত মাদক সম্রাট মারভিন মন্টিয়েল মারিনকেও ধারাবাহিক খুনের দায়ে দীর্ঘ কারাদন্ডের সাজা দেওয়া হয়।
আদালত বলেছেন, মোরালেসকে প্রতিটি হত্যার জন্য ৫০ বছর এবং অপরাধী কার্যক্রম পরিচালনার জন্য আরো আট বছরের কারাদ- দেওয়া হয়েছে। দীর্ঘ সাজা সত্ত্বেও গুয়াতেমালার আইন অনুযায়ী একজন দ-প্রাপ্ত আসামিকে মূলত ৫০ বছরের বেশি কারাভোগ করতে হয় না। ৩৭ বছর বয়সী মোরালেস ১৩ বছর পলাতক থাকার পর ২০২২ সালে গ্রেপ্তার হন। সেপ্টেম্বরে তার বিচার শুরু হয়। প্রসিকিউটরা বলেছেন, পৃথক আরেকটি ঘটনায় ২০০৮ সালে গুয়াতেমালায় একটি বাস নিকারাগুয়ায় ঢুকে পড়ে। বাসের যাত্রীরা মাদক পাচারকারী এবং তাদের কাছে মাদক রয়েছে―এই ধারণা থেকে আরেক মাদক সম্রাট মারভিন মন্টিয়েল মারিন ও তার স্ত্রী যাত্রীদের আটক করে। তারা যখন দেখল আসলে যাত্রীদের কাছে কোনো মাদক নেই তখন তারা যাত্রীদের গুলি করে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়। সূত্র: বাসস, এএফপি
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩