চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে ট্রাকের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে অ্যাপ্রোচ রোডের সিকিরিটি পোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. পারভেজ (৩০) আনোয়ারা উপজেলার পরৈকোড়া মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। তার পরিবারে তার স্ত্রী এক ছেলে এক মেয়ে রয়েছে। সে দীর্ঘ পাঁচ বছর যাবৎ আনোয়ারা কোরিয়ান ইপিজেডের ইয়াং ওয়ান সু- ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজ ভোরে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে তার কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।
আনোয়ারা থানার সেকেন্ড অফিসার মো. কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
নাসিরনগরে ৫০ জন সমাজভিত্তিক সংগঠনের সদস্যের মাঝে সাইলো বিতরণ
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা