January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 31st, 2024, 7:43 pm

নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নাটোর শহরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের রামাইগাছী টেক্সটাইল ইনস্টিটিউট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রওশনা বেগম এবং আব্দুর রহিম।

নাটোর থানার উপপরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন জানান, দুপুরে নাটোর শহরের রামাইগাছী টেক্সটাইল ইনস্টিটিউট এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রওশনা বেগম নামে এক রিকশা যাত্রীর মৃত্যূ হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা অপর তিনজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার সদর হাসপাতালে নিলে সেখানে আব্দুর রহিম নামে আরও একজনের মৃত্যু হয়। আহত অপর দু’জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—-ইউএনবি