পুরান ঢাকার আবুল খায়রাত রোডের একটি জুতার কারখানায় লাগা আগুন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এই অগ্নি দুর্ঘটনাটি হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, সকাল ৯টা ২০ মিনিটে মাহুতটুলি এলাকার আবুল খয়রাত সড়কের একটি একতলা ভবনের নিচতলায় জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে নারী ও প্রান্তিক জনগোষ্ঠির স্বপ্ন, সংগ্রাম ও অর্জন’ শীর্ষক আলোচনা সভা
কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে গঙ্গাচড়ায় শপথ গ্রহন