অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৫২ লাখ ৩৪ হাজার ৭৪৬ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৬ লাখ ৩৯ হাজার ১১২ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৭১ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ২২৫ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪ কোটি ১২ লাখ ১৩ হাজার ৯০৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৬২ হাজার ১৬ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৬৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ১০ লাখ ৬ হাজার ৪২৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সোমবার পর্যন্ত মোট ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ১৭৫ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪২ হাজার ৮৭৪ জনে।
আরও পড়ুন
দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস, নিহত ৭১
নির্বাচনের আগে বড় সাইবার হামলার শঙ্কা ফয়েজ আহমেদ তৈয়বের
ফিনল্যান্ডে পার্লামেন্ট ভবনে তরুণ এমপির আত্মহত্যা