January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 14th, 2021, 7:34 pm

ফের উষ্ণতা ছড়াচ্ছেন সারা আলী

অনলাইন ডেস্ক :

সাইফ আলী খানের কন্যা বলিউড অভিনেত্রী সারা আলী খান। কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও সুযোগ পেলেই ঘুরে বেড়ান বিভিন্ন স্থান। এবার বন্ধুদের নিয়ে অবকাশ যাপনের জন্য মালদ্বীপে উড়ে গেছেন এই অভিনেত্রী। সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে বেশ কটি ছবি শেয়ার করেছেন সারা আলী খান। একটি ছবিতে দেখা যায়, সারা আলী খানের পরনে কমলা ও গোলাপী রঙের বিকিনি। সৈকতে একটি দোলনায় বসে পোজ দিয়েছেন তিনি। অন্য ছবিতে দেখা যায়, বিকিনি পরে সৈকতের একটি নারকেল গাছে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন তিনি। আর এসব ছবির ক্যাপশনে সারা আলী খান লিখেছেনÑ‘শুধু হৃদয় থেকে তুমি আকাশ ছুতে পারো।’ দুদিন আগে সারা আলী খান তার ইনস্টাগ্রামে আরো কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, সৈকতের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার হাতে পুতির ব্রেসলেট ও একই রঙের আংটি। যা তার লুকে অন্যমাত্রা যোগ করেছে। বর্তমানে সারার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘আতরাঙ্গি রে’, ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে তাকে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি নাম্বার ১’। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এটি।

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)